খুলনার করোনা হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

আপডেট: June 19, 2021 |
print news

খুলনার করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজনের ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৯ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালের রেড জোনে আটজনের ও ইয়ালোজোনে তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়া হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন রোগী। আর এদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ১৯ জন রোগী।

শনিবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে প্রায় পৌনে দু’শ রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর