জার্মানির ওয়ার্জবার্গে ছুরি নিয়ে হামলায় নিহত ৩

আপডেট: June 26, 2021 |
print news

জার্মানিতে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনায় তিনজন নিহত হয়েছে। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ওয়ার্জবার্গ শহরে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ওই ব্যক্তি বড় একটি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালায়। সন্দেহভাজন ওই ব্যক্তি সোমালিয়ার নাগরিক। তার বয়স ২৪ বছর।

হামলা চালানোর পর সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে। ইতোমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

বারবারোসা স্কোয়ারে হামলার ঘটনার পর পরই পুলিশকে খবর দেয়া হয়। তাৎক্ষণিকভাবেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বেভারিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হেরমান জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারী ব্যক্তিকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কর্মকর্তারা ওই ব্যক্তির বাড়ির খোঁজ করছেন এবং আরও তথ্য জানার জন্য তার পরিচিত লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর