জবরদস্তি পর্নে অভিনয়! রাজের ৩ সহকর্মী ও গহনার বিরুদ্ধে মামলা

আপডেট: July 28, 2021 |
print news

জোরজবরদস্তি পর্নে অভিনয় করানোর জন্য মামলা দায়ের করা হল রাজ কুন্দ্রার তিন সহকর্মী ও অভিনেত্রী-মডেল গহনা বশিষ্ঠের বিরুদ্ধে। অভিযোগকারিণী অভিযোগ জানিয়েছেন, ‘হটশটস’ অ্যাপে একটি পর্নের জন্য অভিনয় করতে জোর করা হয়।

নতুন করে একটি এফআইআর দায়ের করা হল মুম্বাইয়ের মালওয়ানি থানায়। রাজের সংস্থার তিন প্রযোজক এবং গহনা বশিষ্ঠের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানালেন এক পুলিশ আধিকারিক।

ফেব্রুয়ারি মাসে পর্নে অভিনয় করার মামলায় প্রায় ৪ মাসের জন্য জেল হেফাজতে ছিলেন গহনা। আপাতত জামিনে ছাড়া পেয়েছেন তিনি। ফের নতুন করে আইনি জটে জড়ালেন ‘গন্দি বাত’-এর অভিনেত্রী। নতুন এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের হাতে।

অন্য দিকে শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজের আপাতত ১৪ দিনের জেল হেফাজত হল। মঙ্গলবার পর্ন-কাণ্ডে এমনই নির্দেশ দিল মুম্বাইয়ের আদালত। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা যদিও তাকে নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আবেদন করেছিল আদালতে। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।

এর মধ্যে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা ম্যাজিস্ট্রেট আদালতকে জানিয়েছে, রাজ ও তার সহকারী রায়ান থর্পের চ্যাট থেকে অ্যাপ ‘হটশটস’-এর আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে। গত বছরের অগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে পর্ন-ব্যবসা থেকে অন্তত ১.১৭ কোটি টাকা আয় হয়েছে রাজের।

মঙ্গলবারই বম্বে হাইকোর্টে রাজের আইনজীবী তার জন্য জরুরি জামিনের আবেদন জানিয়েছেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তা ছাড়া রাজ যে তার গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে চ্যালেঞ্জ জানিয়েছেন, তার প্রত্যুত্তরে বিচারপতি পুলিশকে রিপোর্ট জমা করতে বলেছেন ২৯ জুলাই অর্থাৎ বুধবারের মধ্যে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর