কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ : নিহত ১২

আপডেট: August 28, 2021 |
print news

কাজাখস্তানের দক্ষিণাঞ্চলের তারাজ শহরের একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯৮ জন। হতাহতদের বেশিরভাগই অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের সাথে জড়িত বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ আগস্ট) কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ জানিয়েছেন, বৃহস্পতিবার ঝাম্বিল প্রদেশের তারাজে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে আগুন লেগে অন্তত ছয়টি বিস্ফোরণ ঘটে। প্রকৌশল কাজের জন্য বিস্ফোরক সংরক্ষিত ছিল সেখানে। কীভাবে এ ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

এ ঘটনার পরে আশপাশের এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ এবং সবচেয়ে বড় শহর আলমাটির সঙ্গে সংযুক্ত প্রধান রাস্তাটি বন্ধ করে দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণ পরই প্রতিবেশী দেশ কাজাখস্তানের তারাজ শহরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর