রোহিতের সেঞ্চুরির পর বাড়ছে ভারতের লিড

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর মনে হচ্ছিল, হেডিংলির পর ওভালেও হারতে যাচ্ছে ভারত। এখনো ম্যাচে হার এড়াতে পারেনি, তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা-চেতেশ্বর পুজারারা।
ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৭০ রান। অথচ প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে তারা করতে পেরেছিল মাত্র ১৯১ রান।
ঘুরে দাঁড়ানো ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড এখন ১৭১ রানের। আজ এই লিড বাড়ানোর মিশনে নামবেন বিরাট কোহলি ও রবিন্দ্র জাদেজা।
শনিবার খেলা হয়েছে ৭৬ ওভার। যেখানে ভারত যোগ করেছে ২২৭ রান। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে সেঞ্চুরি করেছেন রোহিত। দিনের খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে আউট হন তিনি।
সাজঘরে ফেরার সময় তার নামের পাশে ছিল ২৫৬ বলে ১৪ চার ও ১ ছয়ের মারে খেলা ১২৭ রানের ঝকঝকে ইনিংস।
রোহিত ছাড়াও রানের দেখা পেয়েছেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও অফফর্মে থাকা চেতেশ্বর পুজারা।
দলীয় ৮৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার সময় ৪৬ করে আউট হন রাহুল। পরে দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান যোগ করেন রোহিত ও পুজারা। পরে ইনিংসের ৮১তম ওভারে দুজনকেই আউট করেন রবিনসন।
আউট হওয়ার আগে পুজারা খেলেন ১২৭ বলে ৬১ রানের ইনিংস। একই ওভারে দুই উইকেট হারিয়ে খানিক চাপে পড়লেও দিনের শেষ ভাগে আর বিপদ ঘটতে দেননি কোহলি ও জাদেজা। দিন শেষে ভারতীয় অধিনায়ক ২২ রানে অপরাজিত রয়েছেন, জাদেজা নামবেন ৯ রান নিয়ে।