ফের আইসিইউতে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে
আপডেট: September 18, 2021
|

হাসপাতালের আইসিইউতে ভর্তি ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। সম্প্রতি অস্ত্রোপচার করে কোলন টিউমার ফেলে দিতে হয়েছে কিংবদন্তী এ ফুটবলারকে। তবে সুস্থ হয়ে বাসায় ফেরার সাতদিনের মাথায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে।
খবরে বলা হয়, শুক্রবার পেলেকে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে রাখা হয়েছে তাকে।
ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার পেলে কোলনে টিউমারে আক্রান্ত ছিলেন। তার ডান দিকের কোলন থেকে টিউমারটি অস্ত্রোপচার করে বের করে দেন ফ্যাবিও ও মিগুয়েল নামের দুই চিকিত্সক।