গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আবদুল গাফফার চৌধুরী

আপডেট: September 26, 2021 |

যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক, কালের কণ্ঠ’র নিয়মিত কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী অসুস্থ।

স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিউমোনিয়ার আক্রান্ত হয়েছেন। কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।

আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা।

স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন তিনি।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হন আবদুল গাফফার চৌধুরী। সেবার বেশকিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাঁকে। ডায়াবেটিস ও শ্বাসযন্ত্রের জটিলতা ছিল ৮৭ বছর বয়সী এই ভাষা সৈনিকের।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর