দেশে ‘সাইবার হ্যাকিং’র হার বেড়েছে ১৩ শতাংশের বেশি

সময়: 6:41 pm - October 2, 2021 | | পঠিত হয়েছে: 5 বার

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের হার বেড়েছে বাংলাদেশে। বর্তমানে হ্যাকিং হচ্ছে ২৮ দশমিক ৩১ শতাংশ। যা ২০১৯ সালে ছিল ১৫ দশমিক ৩৫ শতাংশ। গড়ে এ হার বেড়েছে ১৩ শতাংশেরও বেশি। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এর ইতিবাচক দিকগুলোর সঙ্গে নেতিবাচক দিকগুলোও বেড়েছে। নেতিবাচকতার হার কেবল ভাবিয়েই তুলছে না, ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হচ্ছে শঙ্কা। কারণ নারীরা সবচেয়ে বেশি সাইবার বুলিংইয়ের শিকার হচ্ছেন।

রিপোর্টে বলা হয়, ২০১৯-২০ সালে আশঙ্কাজনকভাবে সামাজিক মাধ্যমসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং ও তথ্য চুরি বেড়েছে। এটিএম কার্ড হ্যাকিংয়ের মতো নতুন একটি অপরাধ জরিপে উঠে এসেছে। বয়সভিত্তিক সাইবার অপরাধ বিশ্লেষণে দেখা গেছে ৮৬ দশমিক ৯০ শতাংশ ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ভয়েস অব আমেরিকা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর