ইঞ্জিনে পাখি, উড়োজাহাজে আগুন

আপডেট: October 3, 2021 |

যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে স্পিরিটি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় এর ইঞ্জিনে বড় একটি পাখি ঢুকে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়।

শনিবার যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি এয়ারপোর্টে এ ঘটনা ঘটে। স্পিরিটের একজন মুখপাত্রকে ঊর্ধŸত করে ফক্স ২৯-এর এক প্রতিবেদনে এ ঘটনার কথা জানানো হয়েছে।

স্পিরিট ও বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে সঙ্গে উড়োজাহাজটি থামিয়ে দেওয়া হয় ও যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। এ ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

যাত্রীদের সবাইকে পুরো টিকিটের টাকা ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের একটি ট্রাভেল ভাউচারও দেওয়া হয়েছে। টিকিটের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি যাত্রীদের অন্য কোনো উড়োজাহাজে গন্তব্যে যাওয়ার সুযোগও দেওয়া হয়।

নিউ জার্সি গভর্নর ফিল মুর্ফি টুইটে লিখেছেন, আগুনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ওই ঘটনার পর বিমানবন্দরটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। পরে ফেডারেল এভিয়েশন অথোরিটি (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে তদন্ত করেন। তার পর আবার খুলে দেওয়া হয় বিমানবন্দর।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর