আন্তর্জাতিক স্বীকৃতি পেতে কী করা উচিত তালেবানের, পরামর্শ ম্যাক্রোঁ

আপডেট: October 6, 2021 |

মাত্র তিন মাসে আফগানিস্তানের প্রায় সবগুলো প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর গত ১৫ আগস্ট কাবুল দখল করেছে তালেবান বাহিনী। একটি নতুন সরকারও গঠন করেছে তারা। তবে এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি কট্টর ইসলামপন্থি এই গোষ্ঠীকে। এদিকে, আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার গঠনের আগে থেকেই দেন দরবার করে চলছেন বিভিন্ন স্তরের তালেবান নেতারা।

এই পরিস্থিতিতে, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে তালেবানগোষ্ঠীর কী করা উচিত, সে বিষয়ক পরামর্শ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার ফ্রান্সের বেতার সংবাদমাধ্যম ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে নিজেদের কিছুটা পরিবর্তন করা উচিত তালেবানের; এবং এক্ষেত্রে আমরা যে বিষয়গুলোতে গুরুত্ব দেবো সেসবের মধ্যে শীর্ষে রয়েছে আফগান নারীদের মর্যাদা ও অধিকার রক্ষা এবং আফগানিস্তানের অর্থনৈতিক ও সামাজিক জীবনে নারী-পুরুষের সমতার বিষয়টি।’

চলতি মাসের শেষের দিকে ইতালির রাজধানী রোমে বিশ্বের শিল্পোন্নত ২০ টি দেশের সংগঠন জি২০-এর বৈঠক হবে। সেই বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা হবে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন ম্যাক্রোঁ।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘(জি২০ বৈঠকে) আমরা আফগানিস্তান নিয়ে আলোচনা করব। আমরা অবশ্যই এ বিষয়ে কথা বলব এবং ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়াসহ এশিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ল্যাটিন আমেরিকা….আমরা সবাই তালেবানগোষ্ঠীকে পরিষ্কারভাবে বলতে চাই- যদি তারা সত্যিই আন্তর্জাতিক স্বীকৃতি চায়, সেক্ষেত্রে আমাদের কিছু শর্ত তাদের অবশ্যই মানতে হবে।’

‘আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক স্বীকৃতির একটি বিনিময়মূল্য থাকা উচিত। এক্ষেত্রে নারীদের মর্যাদা ও নারী-পুরুষ সমতাকেই বিনিময়মূল্য হিসেবে বিবেচনা করছি আমি।’ সূত্র : এএফপি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর