আর ৩ মাস পরই ভাঙছে মেসি-নেইমার-এমবাপ্পে জুটি!

আপডেট: October 6, 2021 |

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে আলোচিত মৌসুম গেছে এবার। মহানাটকীয়তার দলবদলে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর পরে আলোচনার কেন্দ্রে ছিলেন কিলিয়ান এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে পিএসজির সঙ্গে রিয়ালের মতের মিল না হওয়ায় এবং পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় ইচ্ছার বিরুদ্ধে সেখানেই থেকে যান।

জানুয়ারিতে দলবদলের বাজার আবার উন্মুক্ত হলে অন্য ক্লাবের সঙ্গে চুক্তিতে আর কোনো বাধা থাকবে না এমবাপ্পের। এদিকে ফরাসি তারকার রিয়ালে আসার ইচ্ছার কথা জেনে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিতো পেরেজ ইঙ্গিত দিয়েছেন জানুয়ারিতেই এমবাপ্পেকে দলে ভেড়াবেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেরেজ বলেছেন ‘আশা করছি ১ জানুয়ারিই সবকিছুর সমাধান হয়ে যাবে।’ আর সেটি হলেই ৮৭ দিন পর ভেঙে যাবে মেসি-নেইমার-এমবাপ্পে জুটি।

এমবাপ্পের পিএসজি ছাড়ার ইচ্ছা আরও আগে থেকে। আগস্টের শেষ দিকে পিএসজি জানিয়েছিল তাঁর ক্লাব ছাড়ার ইচ্ছার কথা। এমবাপ্পে এবার সাক্ষাৎকারে জানালেন আরও আগে থেকে পিএসজি ছাড়তে চেয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে ফরাসি তারকা জানান, ‘গুজব ছড়ানো হয়েছে, আগস্টের শেষ সপ্তাহে নাকি ক্লাব ছাড়ার কথা বলেছি। এটা মিথ্যা, আমি জুলাইয়ের শেষেই এটা বলেছিলাম।’

এমবাপ্পের এই কথা থেকেই পরিষ্কার তিনি আর কালক্ষেপণ করবেন না। ওদিকে স্প্যানিশ ক্লাবটিও তাকে পেতে উন্মুখ হয়ে আছে। তাই দুয়ে দুয়ে চার মিললে এমবাপ্পের রিয়ালে নাম লেখানো এখন শুধুই সময়ের ব্যাপার। আর এমবাপ্পে পিএসজি ছাড়লেই ভেঙে যাবে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর জুটি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর