বড় জয় নিয়ে শীর্ষে ক্রোয়েশিয়া
আপডেট: October 9, 2021
|
বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে অধিনায়ক লুকা মদ্রিচের পেনাল্টি মিসের পরেও সাইপ্রাসের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ক্রোয়েশিয়া। এ জয়ে গ্রুপ এইচ-এ ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষেই রয়েছে ক্রোয়েশিয়া।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পথে এগুলেও অতিরিক্ত সময়ের ৪৭ মিনিটে মদ্রিচের পাসে পেরিসিচ গোল দিলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়াটরা।
ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন লুকা মদ্রিচ। ম্যাচের ৮০ মিনিটে গার্দিওল গোল দিলে ২-০ গোলের লিড নেয় ক্রোয়েশিয়া।
সাইপ্রাসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লিভাজা। অতিরিক্ত সময়ে ম্যাচের ৯২ মিনিটে গোল দিলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
এ জয়ে ক্রোয়েশিয়া পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের একেবারে তলানিতে সাইপ্রাস। ৭ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা।