ট্রাফিক লাইট কোয়ালিশনের দিকে এগোচ্ছে জার্মানি

সময়: 7:21 pm - October 17, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

অনেক জল্পনা কল্পনার পর শুক্রবার দুপুরে এসপিডি, এফডিপি ও সবুজ দলের শীর্ষ নেতারা স্বয়ং সাংবাদিকদের কাছে সুখবর জানালেন৷ এতকাল কম পদমর্যাদার দলীয় নেতারাই আলোচনার অগ্রগতি সম্পর্কে মন্তব্য করে আসছিলেন৷ গত কয়েক সপ্তাহ ধরে প্রাথমিক আলোচনার পর এই তিন দল যাবতীয় মতপার্থক্য দূরে রেখে ঐকমত্যে পৌঁছেছে৷

আগামী কয়েকদিনে দলীয় পর্যায়ে ত্রিপাক্ষিক খসড়ার আনুষ্ঠানিক ছাড়পত্রের পর এই তিন দল আগামী সপ্তাহ থেকেই জোট সরকার গড়ার লক্ষ্যে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে৷ উল্লেখ্য, এর আগে শলৎস ওয়াশিংটন সফরের সময়ে বড়দিনের মধ্যে সরকার গঠনের সম্ভাবনা সম্পর্কে আস্থা প্রকাশ করেছিলেন৷

এমন সদিচ্ছা ও প্রাথমিক ঐকমত্য সত্ত্বেও শেষ পর্যন্ত সত্যি তিন দলের ‘ট্রাফিক লাইট কোয়ালিশন’ গড়া সম্ভব হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়৷ নীতি ও মন্ত্রণালয় বণ্টনের প্রশ্নে দরকষাকষির পরই আগামী সরকারের ভিত্তি প্রস্তুত হতে পারে৷ কোনো একটি দল আপোশ করতে প্রস্তুত না হলে সেই সম্ভবনা বড় ধাক্কা পেতে পারে৷ তবে প্রকৃত বিকল্পের অভাবে তিন দলের পক্ষে এমন ব্যর্থতা হজম করা সহজ হবে না বলে ঐকমত্যের জন্য যথেষ্ট চাপ রয়েছে৷

এসপিডি নেতা ওলাফ শলৎস, সবুজ দলের নেতা আনালেনা বেয়ারবক ও এফডিপি নেতা ক্রিস্টিয়ান লিন্ডনার একযোগে জার্মানির অগ্রগতির স্বার্থে সাহসী পদক্ষেপের পক্ষে সওয়াল করেন৷ ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রয়োগ, সামাজিক বৈষম্য দূর করার প্রয়াস, উদ্ভাবনী শক্তির বিকাশের মতো সুদূরপ্রসারী নীতির পক্ষে সওয়াল করেন তারা৷ নিজেদের নীতির মধ্যে আদর্শগত অবস্থানের বিষয়টি ধামাচাপা না দিয়েই তারা জোটের সাধারণ নীতি স্থির করতে চান তারা৷

ব্যক্তিগত পর্যায়েও নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার উল্লেখ করেন তিন দলের নেতারা৷ নিশ্ছিদ্র গোপনীয়তার বেড়াজাল ভেদ করে কোনো বিষয় ফাঁস না হওয়ায়ও তারা সন্তোষ প্রকাশ করেন৷ সূত্র: ডয়েচে ভেলে।

বৈশাখী নিউজ/  জেপা

Share Now

এই বিভাগের আরও খবর