বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বাবুল সুপ্রিয়!

আপডেট: October 17, 2021 |
print news

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারানোর পর বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ঘোষণা দিয়েছিলেন তিনি আর রাজনীতি করবেন না। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, তার নির্দিষ্টভাবে একটাই দল, একটা বিশ্বাসেই তাই তিনি বিশ্বাসী। দুই বাংলার জনপ্রিয় এ শিল্পীর ওই ঘোষণা অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি। বিজেপি ছেড়ে সরাসরি তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।

এখনও ঘোষণা না হলেও তাকে কোনো পদে অধিষ্ঠিত করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি ছেড়ে তিনি ওই দলের সংসদ সদস্যপদ আঁকড়ে থাকবেন না। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সময় চেয়েছিলেন সাক্ষাতের। তা পেলেই তিনি ইস্তফা দেবেন সংসদ সদস্য পদ থেকে। অবশেষে সেই সময় এলো।

নিউজ এইটিনের খবরে বলা হয়, মঙ্গলবার (১৯ অক্টোবর) বাবুলকে সময় দিয়েছেন স্পিকার। ওই দিনই দিল্লি গিয়ে আসানসোলের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ দেবেন বাবুল।

বৈশাখী নিউজ/  জেপা

Share Now

এই বিভাগের আরও খবর