ন্যাটোতে রাশিয়ার স্থায়ী মিশন বন্ধ ঘোষণা

আপডেট: October 19, 2021 |

চলতি মাসের শুরুর দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে রাশিয়া মিশনের ৮ সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট। সেটার প্রতিশোধ হিসেবে সোমবার (১৮ অক্টোবর) ন্যাটোতে তাদের স্থায়ী মিশন বন্ধ ঘোষণা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরোভ এ ঘোষণা দেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ন্যাটোর ইচ্ছাকৃত পদক্ষেপের ফলস্বরূপ আমাদের জন্য প্রাথমিক কূটনৈতিক কাজের কোনো পরিস্থিতি নেই।

ন্যাটোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় আমরা প্রধান সামরিক দূতের কাজসহ ন্যাটোতে আমাদের স্থায়ী মিশনের কাজ স্থগিত করছি। আর সেটা সম্ভবত ১ নভেম্বর থেকে।’

পাশাপাশি মস্কোতে ন্যাটোর সামরিক মিশনও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণা দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বেলজিয়ামে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে ন্যাটোর সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছেন।

উল্লেখ্য, গেল ৬ অক্টোবর রাশিয়া মিশনের ৮ সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট। গোপনে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছিল।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর