আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠাল জাতিসংঘ

আপডেট: October 19, 2021 |
print news

আফগানিস্তানে ১০০ টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে জাতিসংঘ। সোমবার প্রতিবেশী দেশ উজবেকিস্তান হয়ে এ ত্রাণ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পৌঁছায়।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইএনএইচসিআর জানিয়েছে, দুই দেশের সীমান্ত টার্মেজ-হাইরাতান বর্ডার দিয়ে ট্রাকে করে সহায়তায় পৌঁছায়। এসব ত্রাণ সহায়তা আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরে নেওয়া হবে। আসন্ন শীতের জন্য এ ত্রাণ পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে ইএনএইচসিআরের মধ্য এশীয় বিষয়ক উপ-প্রতিনিধি দুমিত্রু লিপকানু বলেন, ‘আমরা বিশ্বাস করি এই নতুন পথ আফগানিস্তানের লাখ লাখ মানুষকে মানবিক সহায়তা পাঠাতে বেশ কাজে দেবে।’

জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে আফগানিস্তানের সাড়ে ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। এর মধ্যে চলতি বছরেই সংকটে পড়েছেন অনেক আফগান। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে আফগানিস্তানের তালেবান গোষ্ঠী। এর পর থেকেই সংকট আরও গভীর হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর