করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বে ২৪ কোটি ৩৭ লাখ ছাড়াল

আপডেট: October 23, 2021 |
print news

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৭০০ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৪৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ কোটি ৮ লাখ ৩১ হাজার ২৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬২ লাখ ৫৯ হাজার ১৩৪ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৬৩২ জন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর