তিন কোটি টাকা দিতে হবে রিক্সাচালককে!

আপডেট: October 25, 2021 |
print news

পেশায় রিক্সাচালক। তাকে আয়কর বাবদ দিতে হবে তিন কোটিরও বেশি টাকা। শুনতে অবাক লাগলেও আয়কর দফতর থেকে এমনই নির্দেশ পেয়েছেন তিনি।

ভারতের উত্তরপ্রদেশের মথুরার বাকালপুর এলাকার বাসিন্দা প্রতাপ সিংহ। সম্প্রতি আয়কর দফতর থেকে একটি নোটিশ পেয়েছেন তিনি। যেখানে বলা হয়েছে, তিন কোটি টাকা আয়কর হিসাবে দিতে হবে তাকে।

তা দেখেই মাথায় হাত প্রতাপের। লেখাপড়া না জানা প্রতাপ দ্বারস্থ হয়েছেন পুলিশের।

আয়কর দফতরের নির্দেশ পাওয়ার পর তিনি গিয়েছিলেন হাইওয়ে থানায়। পুলিশ তার অভিযোগ শুনলেও তা নিয়ে কোনও মামলা দায়ের করেনি। বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা।

এ দিকে এ বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছেন প্রতাপ। সেখানে জানিয়েছেন, বাকালপুরের একটি জন সুবিধা কেন্দ্রে আয়কর বিভাগ বরাবর প্যান কার্ড অর্থাৎ পারমানেন্ট একাউন্ট নম্বর কার্ডের আবেদন করেছিলেন তিনি।

তিন মাস ছোটাছুটির পর তা হাতে পান এবং এর রঙিন ফোটোকপি ব্যাঙ্কে জমা দেন।

এরপরেই ১৯ অক্টোবর আয়কর বিভাগ থেকে ফোন আসে এবং তিন কোটি ৪৭ লক্ষ ৫৪ হাজার ৮৯৬ টাকা দিতে বলা হয়।

বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: আনন্দবাজার অনলাইন

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর