আবারও করোনা সংক্রমণ বেড়েছে নিউজিল্যান্ডে

আপডেট: October 26, 2021 |
print news

নিউজিল্যান্ডে আবারও বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। সোমবার দেশটির কর্তৃপক্ষ, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৯ জনের সংক্রমিত হওয়ার খবর দিয়েছে।

কোভিড মহামারি শুরুর পর থেকে দৈনিক সংক্রমণের হিসাবে এটি দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা।

নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগই দেশটির বৃহত্তম শহর অকল্যান্ডের বাসিন্দা।

দুই মাসেরও বেশি সময় ধরে কঠোর লকডাউনের পরও অকল্যান্ডকেন্দ্রিক করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে পরাস্ত করতে পারেনি নিউজিল্যান্ড।

সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত ৫ হাজার ৭৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর