প্রথম জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত

আপডেট: October 31, 2021 |
print news

দুই দলেরই প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। দুই দলই পাকিস্তানের কাছে হেরেছে নিজেদের প্রথম ম্যাচ। আজ (রোববার) রাতে দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে দুই দলেরই রয়েছে সমান ৮টি করে জয়। আর পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি। আজ ১৮তম ম্যাচে যারা জিতবে, তারাই এগিয়ে যাবে মুখোমুখি পরিসংখ্যানে।

তবে এ ক্ষেত্রে খানিক এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার (২০০৭ ও ২০১৬) ভারতের মুখোমুখি হবে দুইবারই জিতেছে কিউইরা। তাই আজ ভারতের সামনে বিশ্বকাপে কিউইদের প্রথমবার হারানোর মিশন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত ৮টায় মাঠে নামবে নিউজিল্যান্ড ও ভারত।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর