তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসলেন মার্কিন প্রেসিডেন্ট

রোমে জি-২০ সম্মেলনের সফরের বাইরে এরদোয়ানের অনুরোধে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনায় গুরুত্ব পায় তুরস্কে নির্মাণাধীন যুদ্ধ বিমান এফ-১৬, উভয় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং মানবাধিকার। আল-জাজিরা
এসময় বাইডেন দুই দেশের মধ্যে চলা সঙ্কট নিরসন কাজ করতে এরদোয়ানের প্রতি আহ্বান জানান।
রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক প্রাশাসনিক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি তুরস্ক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহিস্কারের হুমকি প্রত্যাহারে সম্মত হয়েছে এরদোয়ান পাশাপাশি তুরস্কের প্রতি বিশিষ্ট ব্যবসায়ী ওসমান কাবালাকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে ।

বৈঠকের পরে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা অংশীদারত্বের ও ন্যাটোর মিত্র হিসেবে তুরস্কের গুরুত্বের কথা বলেন বাইডেন। তবে রাশিয়ার কাছ থেকে তুরস্ক যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করেছে তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।

বৈশাখী নিউজ/ বিসি