জার্মানির নবম চ্যান্সেলর হলেন ওলাফ শোলজ

আপডেট: December 8, 2021 |

আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী জার্মানির নবম চ্যান্সেলর হলেন ওলাফ শোলজ। অ্যাঙ্গেলা মার্কেলের ১৬ বছর মেয়াদি শাসনের পর ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে জনবহুল এবং বৃহত্তর অর্থনীতির দেশের শাসনের ভার বর্তাল এবার তাঁর ওপর।

শোলজের সরকার জার্মানির আধুনিকীকরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য লড়াই করার উচ্চ আশা নিয়ে দপ্তর গ্রহণ করেছে। তবে করোনভাইরাস মহামারি এখনো দেশের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলেই বিবেচিত।

আইনপ্রণেতারা ৩৯৫-৩০৩ ভোট দিয়ে (এদের মধ্যে ছয়জন ভোট দেওয়া্ থেকে বিরত ছিলেন) শোলজকে নির্বাচিত করেন। এটি ছিল একটি স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠতা। যদিও সংসদের ৭৩৬ আসনের নিম্নকক্ষে তার তিন-দলীয় জোট ৪১৬টি আসনের চেয়ে কম পায়।

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার আনুষ্ঠানিকভাবে তাকে চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়ার আগে শোলজ আইনপ্রণেতাদের সঙ্গে আনন্দিত ‘ফিস্ট বাম্প’ করেন। বুধবার সংসদের স্পিকারের পর শপথ নেওয়ার কথা তার।
সূত্র : গণমাধ্যম

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর