পাকিস্তানে আরও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

আপডেট: December 8, 2021 |
print news

গেল নভেম্বরের শেষে পাকিস্তান ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘শাহিন ওয়ানএ’র সফল পরীক্ষা চালানোর পর আরও একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো দেশটির নৌবাহিনী।

আজ বুধবার পাকিস্তানের নৌবাহিনী ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায়। জানা গেছে, এ ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যবস্তুতে নিখুঁত এবং নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে একটি রকেট উৎক্ষেপণের পরপরই একদল সামরিক কর্মকর্তা এবং প্রকৌশলী উল্লাস করছেন।

এর আগে, গত ২৬ নভেম্বর শাহিন ওয়ানএ’র সফল পরীক্ষা চালায় পাকিস্তান। এটি আধুনিক দিক-নির্দেশনা প্রযুক্তি অনুসারে নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারে কি না তাও যাচাই করা হয়। সূত্র : পার্সটুডে ও ডন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর