মহারাষ্ট্রের ১০ মন্ত্রী, ২০ বিধায়ক করোনায় আক্রান্ত

আপডেট: January 1, 2022 |

ভারতের লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। দেশটির মহারাষ্ট্র রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এই আক্রান্তের মধ্যে রয়েছেন ১০ মন্ত্রী এবং ২০ বিধায়ক।

নতুন বছরের প্রথম দিনে এই খবর জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। মন্ত্রী-বিধায়করা আক্রান্ত হওয়ায় সে রাজ্যের বিধানসভা অধিবেশনের সময় কমানো হবে বলে জানিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার বলেছেন, ‘এখন পর্যন্ত ১০ মন্ত্রী এবং ২০ বিধায়ক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য বিধানসভা অধিবেশনের সময় কমিয়ে দেওয়া হয়েছে।’

এরপরই জনসাধারণের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন তিনি। বলেছেন, ‘নতুন বছরের উৎসবে সকলেই সামিল হতে চাই। কিন্তু মনে রাখা দরকার ওমিক্রন খুব দ্রুত ছড়াচ্ছে। কিছু রাজ্যে ফের রাত্রিকালীন কার্ফু জারি হচ্ছে। মুম্বাই এবং পুণেতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।’

শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্ট অনুসারে, আট হাজার ৬৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন মহারাষ্ট্রে। এর মধ্যে মুম্বাইয়েই আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৬৩১ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার বেশি।

ওমিক্রনও দ্রুত হারে ছড়াচ্ছে মহারাষ্ট্রে। এখন পর্যন্ত ৪৫৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। যা ভারতের মধ্যে সর্বোচ্চ। সূত্র: আনন্দবাজার

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর