ভারতের বিভিন্ন রাজ্যে কঠোর হয়েছে বিধিনিষেধ

সময়: 3:12 pm - January 11, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

ভারতে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা তিন কোটি ৫৫ লাখ ছাড়িয়েছে। এই মহামারি সংক্রমণ বাড়ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিমবঙ্গে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কেন্দ্রী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কর্নাটকের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারসহ আরও অনেকে।

এদিকে সংক্রমণ প্রতিরোধে দেশটির ষাটার্ধ্বে ও সম্মুখসারিদের দেয়া হচ্ছে বুস্টার ডোজ। সোমবার প্রথমদিনই বুস্টার ডোজ নিয়েছেন ৯ লাখেরও বেশি মানুষ। উত্তর প্রদেশে ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে ১৩ শতাংশ।

সংক্রমণ ঠেকাতে তামিলনাড়ুতে বিধিনিষেধ ৩১শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। বলবৎ থাকবে রাত্রিকালীন কারফিউ। এ ছাড়া ত্রিপুরায় ১০ থেকে ২০শে জানুয়ারি পর্যন্ত জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর