বাড়ির সামনে হাজির চিতাবাঘ, ১৪৪ ধারা জারি!

আপডেট: January 27, 2022 |

ঘুমচোখে শৌচাগারের দিকে এগচ্ছিলেন। কিন্তু সামনে ওটা কী? চিতাবাঘের আতঙ্কে ঘুম ছুটল মনোজবাবুর।

বৃহস্পতিবার সকালবেলা হুলস্থুল কাণ্ড ভারতের কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়। চিতাবাঘের উপস্থিতির কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমে গিয়েছে জনৈক মনোজ সরকারের বাড়ির সামনে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মনোজবাবুর বাড়ির শৌচাগারের সামনে একটি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। এই খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। খবর পেয়ে আসেন বন দফতরের কর্মীরা।

ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশও। তবে এত সংখ্যক কৌতুহলী মানুষকে সামলাতে হিমশিম খায় পুলিশ। কেউ কেউ চিতাবাঘ দেখতে পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ওই জায়গায় ১৪৪ ধারা জারি হয়।

ইতিমধ্যেই চিতাবাঘটিকে চিহ্নিত করা গিয়েছে বলে বন দফতর সূত্রে খবর। তবে এ পর্যন্ত তাকে বাগে আনা যায়নি। মনোজবাবুর বাড়ির ভিতর শুরু হয়েছে জাল পাতার কাজ।

 

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর