ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১

আপডেট: January 31, 2022 |

দেশে গত ২৪ ঘণ্টায় একজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, গত দুইদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালগুলোতে ভর্তি হননি।

সোমবার (৩১ জানুয়ারি) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ওই ব্যক্তি ঢাকার বাইরের জেলার বাসিন্দা। তবে এ সময়ে ঢাকার কোন হাসপাতালে নতুন রোগী ভর্তি হননি।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ২ জন। এর মধ্যে একজন ঢাকায় ও আরেক জন ঢাকার বাইরের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১২৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২৪ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। সেই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১৪৮ জন। করোনা মহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর