আফগানিস্তানে শেষ মার্কিন বন্দিকে মুক্তি দিক তালেবান

তালেবানের হাতে বন্দি মার্কিন নৌসেনার প্রাক্তন কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার (৩০ জানুয়ারি) তিনি স্পষ্ট জানান, তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে।
দু’বছর আগে মার্কিন নৌসেনার প্রাক্তন কর্মী মার্ক ফ্রেরিচসকে অপহরণ করা হয়। প্রায় দশ বছর আফগানিস্তানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ওয়াশিংটনের মতে, তালেবানের হাতে শেষ মার্কিন বন্দি ফ্রেরিচস। তাকে মুক্ত করতে পারলে বড়সড় সাফল্য পাবে বাইডেন প্রশাসন।
এই বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, “তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে। এটা নিয়ে কোনও আলোচনা হবে না। কোনও মার্কিন নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত করা বা নিরীহ মানুষকে হুমকি দেওয়া মেনে নেওয়া হবে না। কাউকে অপহরণ করা অত্যন্ত কাপুরুষোচিত কাজ।”
আফগানিস্তানে দ্রুত ফুরিয়ে যেতে বসেছে খাদ্য ও অন্যান্য জীবনদায়ী রসদ। বিধ্বস্ত সেদেশের অর্থনীতি। যুদ্ধ জর্জর দেশটিতে মানবিক বিপর্যয় এড়াতে গত অক্টোবর মাসে ১২০ কোটি ইউরো আর্থিক সাহায্য ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন। চীন ও তুরস্কের মতো কয়েকটি দেশ ইতিমধ্যেই সেখানে ত্রাণ পাঠানো শুরু করেছে। আফগান জাতীয় ব্যাংকের টাকা ফ্রিজ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এহেন পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চের স্বীকৃতি পেতে মরিয়া হায়বাতোল্লা আখুন্দজাদার সরকার। সেই সুযোগ কাজে লাগিয়ে বন্দি মার্কিন নাগরিকের মুক্তির জন্য সচেষ্ট হয়েছেন বাইডেন।