সাকিব ওডিআই খেলতে যাচ্ছে : পাপন

আপডেট: February 28, 2022 |

দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের পর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আমাদের আগে একটি চিঠি দিয়েছিল, যেটায় টেস্ট থেকে ৬ মাসের একটা ব্রেক চাচ্ছিল। পরে যখন ওকে জিজ্ঞেস করলাম, বললো আইপিএলের কারণে দুইটা সিরিজ ও খেলতে পারবে না।

 

একটা দক্ষিণ আফ্রিকায় আরেকটা শ্রীলঙ্কায়। আমি সাথে সাথে বললাম, শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে। ও সাথে সাথে রাজি হয়ে গেল। শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ওইটা এখন আর ইস্যু নয়। যেহেতু ও আইপিএলে নেই, আইপিএলে ও যাচ্ছে না তাহলে তো আমি কোনো কারণ দেখছি না দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলার। তাই এই চিন্তাটা মাথা থেকে ভুলে যান। এরকম কিছু আমার মাথায় নেই। আইপিএলের জন্যই যেতে চাচ্ছিল না। যেহেতু আইপিএল নাই সে খেলবে। ’
তাহলে কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিবকে পাওয়া যাবে? উত্তরে পাপন বলেন, ‘হ্যাঁ। ও তো ওডিআই খেলতে যাচ্ছে। টেস্ট খেলবে না! এটা কি বললেন? চলে আসবে? ও খেলবে। আমার ধারণা খেলবে। শোনেন, আজকে খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে বললাম যে, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে এসে তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বললো, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে। আমি এখন পর্যন্ত যা যা জানি ও খেলবে। ও একবারও বলেনি ও খেলবে না। যে বলেছিল আইপিএলের কথা। এর বাইরে তো বলেনি। কথা আসছে কেন? ও খেলবে খেলবে যান। মনের মধ্যে কোনো যদি কিন্তু নেই। কোনো কিছু নেই। ’

বিসিবি সভাপতি আলো বলেন, ‘যেকোনো খেলোয়াড় যে কোনো ফরম্যাট না খেলতে চাইলে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে আগে বলতে হবে। এবং সে বলেছিল, আইপিএলের কারণে। এখন যেহেতু হচ্ছে না তার মানে সে খেলবে এটাই অবিশাস। এটা ছাড়া কোনো অপশন দেখি না। ’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর