ইউক্রেনকে যেন অবিলম্বে সদস্যপদ দেওয়া হয় : ভ্লদমির জেলেনস্কি

আপডেট: February 28, 2022 |

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলেনস্কি ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনকে যেন অবিলম্বে সদস্যপদ দেওয়া হয়।

এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমাদের লক্ষ্য হলো সকল ইউরোপিয়ানদের সঙ্গে এক হওয়া।  সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একই সঙ্গে পথ চলা।  আমি জানি এটি ন্যায্য ও এটি সম্ভব।

এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ান সৈন্যদের তাদের অস্ত্র ফেলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে তিনি বলেন, আপনারা অস্ত্র ফেলে দিন। এখান থেকে চলে যান। আপনাদের কমান্ডারদের বিশ্বাস করবেন না। যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিশ্বাস করবেন না। নিজের জীবন বাঁচান।

জেলেনস্কি আরও জানিয়েছেন, যুদ্ধের বিষয়ে যাদের অভিজ্ঞতা আছেকিন্তুবিভিন্ন অপরাধ করার কারণে জেলে বন্দি হয়ে আছেন তাদেরও ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

তবে জেলেনস্কি স্বীকার করেছেন অপরাধীদের ছেড়ে দেওয়ার বিষয়টি নৈতিকতার পরিপন্থি। কিন্তু রাশিয়ানদের বিতাড়িত করতে যা করার দরকার তার সবই করবেন তিনি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর