হাসপাতালেও রুশবাহিনী হামলা করছে: ডব্লিউএইচও

আপডেট: March 8, 2022 |
print news

রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের অন্তত ৭টি স্বাস্থ্য স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

সংস্থাটি জানিয়েছে, ‘সাত মার্চ পর্যন্ত ইউক্রেনের স্বাস্থ্য সেবা অবকাঠামো লক্ষ্য করে অন্তত নয়টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে সাতটি হামলার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আর বাকি দুটি সম্ভাব্য হামলার বিষেয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

তবে এই হামলায় স্বাস্থ্য সেবার কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র: রয়টার্স

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর