টেস্টে বাংলাদেশ স্ট্যাবল নয় : মুমিনুল

আপডেট: April 13, 2022 |
print news

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ ২-১ জয়ের পর টেস্ট সিরিজকে ঘিরে তৈরি হয়েছিল অনেক বড় প্রত্যাশা। কিন্তু ক্ষয়িঞ্চু শক্তির জিম্বাবুয়ে টেস্ট দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল। ২টি টেস্টেই হেরেছে বাংলাদেশ বড় ব্যবধানে।

গত জানুয়ারিতে নিউ জিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জয়ে ইতিহাস রচনার পর দক্ষিণ আফ্রিকা সফরে কেনো এই পরিণতি ?

দক্ষিণ আফ্রিকা থেকে বুধবার ঢাকায় ফিরে এ প্রশ্নের মুখোমুখি হয়ে মুমিনুলের উত্তর-‌’ আপনাদের প্রত্যাশাটা একটু বেশি ছিল। আপনারা হয়তো অনেকে মনে করছে আমরা একটা টেস্ট ম্যাচ জেতার পর বিশ্বের এক নম্বর দল হয়ে গেছি। এটা কিন্তু আপনাদের ভুল ধারনা।’

ডারবান টেস্টে ২২০ রানে হারের পর পোর্ট এলিজাবেথ টেস্টে হারের ব্যবধান ৩৩২ রানে। দুটি টেস্টেই চতুর্থ ইনিংসে যাচ্ছেতাই ব্যাটিং করেছে বাংলাদেশ। ডারবানে ৫৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ চতুর্থ ইনিংসে, পোর্ট এলিজাবেথ টেস্টে সেখানে চতুর্থ ইনিংসে ৮০ রানে অলআউট বাংলাদেশ।

এমন লজ্জার ইনিংস দুটি টেস্টে বাংলাদেশের জন্য সতর্ক সংকেত। ক্রিকেট বিশ্লেষক, সমর্থকরা তা মনে করলেও মুমিনুল এলার্মিং মনে করছেন না-‘আমার কাছে মনে হয় না। এলার্মিং না। যেটা আমার কাছে মনে হয় এর আগেও কিন্তু অনেক সময় হয়েছে….। বাংলাদেশেও কিন্তু হয়েছে।’

ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে, অথচ টেস্টে সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ওয়ানডের বাংলাদেশ আর টেস্টের বাংলাদেশ দলের মধ্যে ব্যবধান অনেক। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তা দ্বিধাহীন ভাবে স্বীকার করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল-‘ওয়ানডেতে বাংলাদেশে অনেক স্ট্যাবল দল। টেস্টে কিন্তু আমরা ওইভাবে স্ট্যাবল নই।’

তাই বলে টেস্টে বাংলাদেশ দল নড়বড়ে হয়ে গেছে, তা মনে করছেন না মুমিনুল-‘ আপনি যেটা বললেন নড়বড়ে হয়ে গেছি আসলে সেটা হয়নি। ওই যে যেটা বললাম আমরা যখন স্পিনে খেলবো কোন দিকে রান করলে ভালো হবে কোন দিকে রান করলে রিস্ক থাকবে-এই জিনিসগুলো আমাদের মানিয়ে নিতে হবে।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর