সাত কলেজের পরীক্ষা স্থগিত

আপডেট: April 21, 2022 |
print news

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের বৃহস্পতিবারের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ২২ মার্চ প্রকাশিত ২০২০ সালের স্নাতক তৃতীয় বর্ষের (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচীতে অনিবার্য কারণবসত পরির্বতন করা হলো।

আরও বলা হয়, আগামীকালের পরীক্ষা আগামী মাসের ২১ মে অনুষ্ঠিত হবে। এছাড়া ২০২০ সালের স্নাতক তৃতীয় বর্ষের ২০২০ সালের স্নাতক তৃতীয় বর্ষের (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার অন্যান্য সূচী অপরিবর্তিত থাকবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর