ঈদে তিনটি গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী শাহনাজ

আপডেট: April 22, 2022 |
print news

দেশীয় লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ বাবু। প্রতিবছর তিনি উৎসব উপলক্ষ্যে একাধিক গান প্রকাশ করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও তিনটি গান প্রকাশ পাচ্ছে তার।

শাহনাজ বাবু জানান, তিনটি গানের মধ্যে ‘রঙ্গমঞ্চ’ শিরোনামের একটি গান প্রকাশ পাচ্ছে ২৯ এপ্রিল। বাকি দুটি গান প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

শাহনাজ বাবু রঙ্গমঞ্চ গানটি প্রসঙ্গে জানান, সুফি ঘরানার এই গানটি লিখেছেন শাহ সুফি সজীব চৌধুরী। এটির সুর করেছেন পরশ দেওয়ান। সঙ্গীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ ও সম্পাদনা করেছেন আশিক মাহমুদ। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক লিখন রায়।

গানটি প্রসঙ্গে শিল্পী বলেন, ‘এটি সুফি ঘরানার গান। গানটির কথা ও সুর এক কথায় অসাধারণ হয়েছে। গানটি গেয়ে আমার খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস এটি সকল শ্রেণির শ্রোতার মন জয় করতে সক্ষম হবে।’

বাকি দুটি গান প্রসঙ্গে শাহনাজ বাবু জানান, ওই দুটি গানের একটি হাসন রাজার, বাকিটা শাহ আবদুল করিমের। গান দুটি তিনি ডুয়েট গেয়েছেন গায়ক আতিয়ার সেলিমের সঙ্গে।

বৈশাখী নিউজ/ ইডি

 

Share Now

এই বিভাগের আরও খবর