হাওরে আর কোনো উঁচু সড়ক নির্মাণ করা হবে না: পরিকল্পনামন্ত্রী

আপডেট: May 2, 2022 |
print news

হাওরে ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২ মে) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে শুকনা খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এম এ মান্নান বলেন, এটার কোনো সুযোগও নেই।কোনো শক্তি দিয়ে হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ করা যাবে না। আমরা আবারো মৌসুমি বাঁধ নির্মাণ করবো।

তিনি বলেন, অকাল বন্যা ও পাহাড়ি ঢল মোকাবিলায় আগামীতে নদ-নদী, খাল-বিল খনন করা হবে। এখন থেকে হাওরের মধ্যে আর কোনো উঁচু সড়ক নির্মাণ করা হবে না, যা হাওর এলাকায় পানি চলাচলে বাধা দেয়। এখন থেকে হাওরে শুধু উড়াল সেতু হবে। ডুবা জায়গায় আর কোনো রাস্তা করা হবে না।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে রূপান্তর করতে আমরা কাজ করছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘শহরের সব নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে। আমরা আমাদের জীবদ্দশায় সুন্দর বাংলাদেশের সূচনা দেখে যাচ্ছি। বাংলাদেশের জয়যাত্রা এখন আর কেউ থামাতে পারবে না।’

মন্ত্রী বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে আমরা কল্পনা করতে পারেনি। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর