পেরুতে বাস খাদে পড়ে ১১ জন নিহত, আহত ৩৪

আপডেট: May 16, 2022 |
print news

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পেরুর প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গত শনিবার বিকেলে লিমার উত্তরে আনকাস অঞ্চলে একটি বাস উল্টে ৩৩০ ফুট নিচের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। বাসটি তায়াবাম্বা হাইওয়ে ধরে লা লিবারতাদের উত্তরাঞ্চল থেকে লিমার দিকে যাচ্ছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা রোববার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করেছে বলে প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে। আহতদের সিহুয়াস প্রদেশের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির দ্রুত গতি ও খারাপ রাস্তার কারণে পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতেও পেরুর উত্তরাঞ্চলীয় শহর তায়াবাম্বাতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জনের প্রাণহানি ঘটেছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর