স্থায়ীভাবে রাশিয়া ছাড়ছে ম্যাকডোনাল্ড’স

আপডেট: May 17, 2022 |
print news

ম্যাকডোনাল্ড’স বলেছে যে, এটি ৩০ বছর পর স্থায়ীভাবে রাশিয়া ছেড়ে যাবে। দেশটিতে থাকা তাদের রেস্তোরাঁগুলোও বিক্রি করতে শুরু করেছে তারা।

সোমবার বিবিসি এ খবর জানায়।

ফাস্ট ফুড জায়ান্ট বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট ‘মানবিক সংকট’ এবং ‘অপ্রত্যাশিত অপারেটিং পরিবেশের’ কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

১৯৯০ সালে মস্কোতে ম্যাকডোনাল্ড’স তাদের কার্যক্রম শুরু করে। তারপর প্রতিষ্ঠা করতে থাকে একের পর এক রেস্তোরাঁ।

সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমা ব্র্যান্ডগুলো রাশিয়ায় তাদের কার্যক্রম শুরু করে। তাদের এ প্রস্তান একই রকম প্রতীকী অর্থ বহন করে। এর আগে গত মার্চে ম্যাকডোনাল্ড’স রাশিয়ায় থাকা তাদের ৮৫০টি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

সংস্থাটি বলেছে যে, তারা এখন রাশিয়ায় তাদের সব রেস্তোরাঁগুলো স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করতে চলেছে। ম্যাকডোনাল্ডের নাম ব্র্যান্ডিং এবং মেনু ব্যবহার যাতে না করা হয়, সে বিষয়েও পদক্ষেপ নিচ্ছে তারা। তবে, এটি বলেছে যে, এটি রাশিয়ায় তাদের ট্রেডমার্কগুলো বজায় রাখবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর