সেভেরোদোনেৎস্ক শহরের দখল নিল রুশ সমর্থক চেচেন যোদ্ধারা

আপডেট: May 31, 2022 |
print news

রাশিয়ার চেচেন অঞ্চলের নেতা রমজান কাদিরভ একটি ভিডিও প্রকাশ করেছেন।

ভিডিওতে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। এর মধ্যে সেখানকার সাধারণ জনগণ খুব হাসিখুশিভাবে চেচেন যোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছেন তাদের ‘স্বাধীন’ করার জন্য।

লুহানেস্কের গভর্নর সেরহি হাইডাই বলেছেন, বিপক্ষ পক্ষের সেনারা শহরে প্রবেশ করেছেন এটি সত্যি। কিন্তু সেখানকার সাধারণ জনগণ চেচেন যোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছেন এ বিষয়টি মিথ্যা। তার দাবি এগুলো সাজানো।

ভিডিওটি সম্পর্কে লুহানেস্কের গভর্নর সেরহি হাইডাই বলেন, ভিডিওটির বেশিরভাগ অংশ সাজানো। শহরে আটকে থাকা কয়েক হাজার মানুষ কোনো কারণ ছাড়াই প্রতিশোধ বা গণহত্যার শিকার হওয়ার ভয়ে আছেন। যেমনটি হয়েছিল বুচাতে।

সূত্র: আল জাজিরা

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর