চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট: June 13, 2022 |
print news

চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খইয়াছরা ইউনিয়নের মসজিদিয়া ছড়ারকুল রাস্তার মাথা অভিযান চালায় পুলিশ। এসময় কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং এলাকার মো. হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (২২) ও একই এলাকার মো. সোয়াবের ছেলে মো. সাদেককে (২২) এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন ধরে তারা টেকনাফ সীমান্ত থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে শহরের বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

এছাড়া সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকার রুপসা ফকির বাড়ির রাস্তার মাথা থেকে নোয়াখালীর অভিরামপুর এলাকার মো. আবুল কাশেমের ছেলে আব্দুল হামিদকে (৩০) ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে পৃথক দুটি মামলা করা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর