সৌদি আরবে পৌঁছেছেন ৭৫৭৩ হজযাত্রী

আপডেট: June 13, 2022 |
print news

এ বছরের ১২ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৬৮ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৩০৫ জন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ১২ জুন সরকারি ব্যবস্থাপনার অষ্টম ফ্লাইট বিজি-৩০১৫ যোগে ৪০৯ জন হজযাত্রী জেদ্দার স্থানীয় সময় সকাল ৭টা ১১ মিনিটে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। সৌদি আরবে নিযুক্ত জেদ্দার মৌসুমি হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলমসহ অন্যান্য কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত হয়ে হজযাত্রীদের স্বাগত জানান।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে চলতি বছরের ৫ জুন। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট আগামী ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর