দৌলতদিয়ায় কর্মস্থলমুখী মানুষের উপচে পড়া ভীড়

আপডেট: July 12, 2022 |

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কর্মমুখী মানুষের উপচেপড়া মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের পর ছুটি শেষ হওয়ায় ঢাকা সহ বিভিন্ন জেলায় কর্মে যোগদান করতে ঘর ছেড়েছেন এসব মানুষ।

প্রতিটি ফেরি ও লঞ্চ শত শত মানুষের ভিড় নিয়ে পার হচ্ছে। ঝুঁকি নিয়ে যে যার মত পারছে সেভাবেই ফেরিগুলতে উঠতে ভিড় জমাচ্ছে।

তবে পদ্মা সেতু দিয়ে অধিকাংশ মানুষ যাতায়াত করবার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীদের চাপ কমেছে। কমেছে যানবাহনের দীর্ঘ যানজটও। ভোগান্তি কমেছে এ পথে যাতায়াতকারী মানুষের।

বিগত কয়েকবছর এ নৌরুটে নদী পার হওয়া মানুষের যে ভোগান্তি হত এখন সেই চিরচেনা যানজট ও দুর্ভোগ নেই বললেই চলে। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কয়েকগুণ ভাড়া নেওয়ার অভিযোগ এখনও রয়েছে বলে জানান যাত্রীরা।

এ বিষয়ে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষ হওয়ায় কাজে যোগদান করতে যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন। আগামী আরো ৪ থেকে ৫ দিন মানুষের চাপ থাকবে। তবে ফেরির সংখ্যা বেশি রয়েছে, এতে কোন ধরনের সমস্যা হবেনা যাত্রী ও যানবাহন চালকদের। আজ এ নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর