বিশ্বব্যাপী খাদ্য সংকট, তুরস্কে বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

আপডেট: July 13, 2022 |

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে বিশ্বের অন্যতম প্রধান খাদ্য শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেনের বন্দর অবরুদ্ধ করে রাখায় খাদ্য শস্য রপ্তানি করতে পারছে না ইউক্রেন। এতে বিশ্বব্যাপী খাদ্যের সংকট দেখা দিচ্ছে, বেড়ে গেছে পণ্যের দাম।

এ অবস্থায় রপ্তানি ফের চালু করতে আলোচনায় বসছে ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের সামরিক প্রতিনিধিরা। আজ ইস্তাম্বুলে জাতিসংঘের কর্মকর্তাদের সাথে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার।

যেখানে ওডেসার কৃষ্ণ সাগর বন্দর থেকে ইউক্রেনের শস্য রপ্তানির বিষয়ে একটি চুক্তি নিয়ে আলোচনা হবে।

এদিকে, রুশ-অধিকৃত দক্ষিণ ইউক্রেনের নোভা কাখোভকায় ইউক্রেনীয় বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত সাতজন নিহত হয়েছে এবং আরও ডজন খানেক আহত হয়েছে। এমনটা দাবি করা হলেও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বিষয়ে কিছুই বলেননি।

ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, তাদের বাহিনী শহরের একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে।

এদিকে, ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস বলছে, চাসিভ ইয়ারের ডোনেটস্ক শহরে একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ব্লকে মৃতের সংখ্যা বেড়ে ৪৬-এ দাঁড়িয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর