মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

আপডেট: July 16, 2022 |
print news

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনার আরেকজন আহত হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী এ কথা জানিয়েছে।

দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে, তবে এ ঘটনার সঙ্গে মাদক ‘সম্রাট’ রাফায়েল কারো কুইন্তেরোর গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে কি না, এমন ইঙ্গিত পাওয়া যায়নি বলে বিবৃতিতে জানিয়েছে নৌবাহিনী।

শুক্রবারই সিনালোয়ার আরেক এলাকা থেকে কুইন্তেরোকে গ্রেপ্তার করে মেক্সিকো পুলিশ। মেক্সিকোর মাদক পাচারের কেন্দ্রস্থল সিনালোয়ার শইক্স পৌরসভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর