ভারতে মাঙ্কিপক্সের দ্বিতীয় রোগী শনাক্ত

আপডেট: July 19, 2022 |
print news

ভারতে মাঙ্কিপক্সের দ্বিতীয় রোগী শনাক্ত হয়েছে কেরেলায়। ভারতীয় সংবাদমাধ্য এনডিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুলাই দুবাই থেকে কেরালার কান্নুরে ফিরেন ওই ব্যক্তি।

রোগের উপসর্গ দেখে তার নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেখানেই পরীক্ষায় সোমবার তার মাঙ্কিপক্স ‘পজিটিভ’ পাওয়া গেছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, কান্নুরের পরিয়ারম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মাঙ্কিপক্সে আক্রান্ত ওই রোগীকে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

তিনি যাদের সংস্পর্শে এসেছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে। সংক্রমণ ঠেকাতে বিশেষ পদক্ষেপও নিচ্ছে কেরালা প্রশাসন। ১৪ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

এর আগে গত ১৪ জুলাই ভারতের এই কেরালা রাজ্যেই প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত একজনের সন্ধান পাওয়া যায়। তিনি ১২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফিরেছিলেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর