জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪তম বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত

আপডেট: July 23, 2022 |
gazipur 1
print news

মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪তম বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে শনিবার সকালে সিনেট অধিবেশন শুরু হয়।

সিনেট অধিবেশনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান। এতে বক্তব্য রাখেন, প্রো ভিসি স্থপতি ড. নিজাম উদ্দিন আহমেদ । অধিবেশনে ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

কোভিড-১৯ এর কারণে গত দুই বছর সিনেট অধিবেশন অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। দু বছর পর সিনেটের এ অধিবেশন সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে সরাসরি অনুষ্ঠিত হয়। অধিবেশনে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সিনেটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর