ফেসবুক থেকে বাংলাদেশের পতাকার ছবি সরায়নি পাকিস্তান হাই কমিশন

আপডেট: July 24, 2022 |
Boishakhinews24.net 355
print news

বাংলাদেশের পতাকা বিকৃতির অভিযোগ উঠেছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের বিরুদ্ধে। কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকাজুড়ে দিয়ে নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন।

এমতাবস্থায় শনিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পক্ষ থেকে পাকিস্তান হাইকমিশনকে ওই ছবি সরাতে বলা হয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের ফেসবুক পেজ থেকে ছবিটি সরায়নি পাকিস্তান হাইকমিশন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজের ‘কাভার ফটো’তে পতাকার ছবিটির বিষয়ে জানার পর শনিবার বিকেলে ছবিটি মুছে ফেলতে বলা হয়েছে। পাকিস্তান হাইকমিশন ছবিটি সরিয়ে ফেলবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকাজুড়ে দিয়ে ফেসবুকে একটি ছবি প্রকাশ করে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর