ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক র‍্যালি, মৎস্য অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস-২০২২ উপলক্ষে র‍্যালি, মৎস্য অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, অনুষ্ঠানে অনন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হযরত আলী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী, ফরিদপুর জেলা মৎস্য চাষী সমবায় সমিতির সভাপতি সৈয়দ হাসিবুল আমিন সিদ্দিকী লিপন সহ স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।

সভায় বক্তারা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনের পাশাপাশি জনগণকে মাছ চাষ করতে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। এ উপলক্ষে একটা র‍্যালি বের করা হয়। এছাড়া পুকুরে মৎস্য অবমুক্ত করণ করা হয়।