এবার নাইজেরিয়া থেকে এলএনজি আমদানি করবে ইইউ

আপডেট: July 25, 2022 |

রাশিয়া থেকে সরবরাহ কম হতে পারে এমন উদ্বেগের মধ্যে নাইজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের এনার্জি ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জেনারেল ম্যাথিউ বল্ডউইনের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার নাইজেরিয়ার আবুজায় এক সংবাদ সম্মেলনে ম্যাথিউ বল্ডউইন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে আমাদের গ্যাস বাজারে অস্থিতিশীলতা এবং সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করার হুমকির পরও ইউরোপ গ্যাসের ক্ষেত্রে একটি শক্ত অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আমরা এনার্জি প্ল্যাটফর্ম টাস্ক ফোর্স চালু করেছ। এর প্রাথমিক লক্ষ্য হল আমাদের নির্ভরযোগ্য অংশীদারদের কাছে পৌঁছানো। যেমন নাইজেরিয়া থেকে রাশিয়ার গ্যাসের বিকল্পের জন্য নির্ভরযোগ্য অংশীদারদের কাছ থেকে গ্যাস নেওয়া।

ইইউ নাইজেরিয়ার প্রধান এলএনজি ক্রেতা। দেশটি থেকে সব এলএনজি চালানের ৬০ শতাংশ ইউরোপে যায়।

ম্যাথিউ বল্ডউইন আরও বলেন, ইইউ নাইজেরিয়া থেকে তাদের স্বল্পমেয়াদী এলএনজি সরবরাহ করতে চাইছে। কিন্তু এই মুহূর্তে নাইজেরিয়ান এলএনজির ক্ষমতা, ব্যবহারের হার খুবই কম বলেও জানান তিনি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর