বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় আবেদন বন্ধ

আপডেট: August 7, 2022 |
print news

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ আবেদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ আবেদন বন্ধ থাকবে।

মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে মালয় মেইল জানান, মালয়েশিয়ায় কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। নতুন ওই আইন অনুসরণ করে ১ সেপ্টেম্বর থেকে আবারও আবেদন প্রক্রিয়া চালু হবে। আবেদনের নতুন পদ্ধতির বিষয়ে শিগগিরই জানানো হবে।

১৪ আগস্ট বা তার আগে জমা দেয়া আবেদনগুলো ৩১ আগস্ট বা তার আগেই প্রক্রিয়া করা হবে।

কর্মসংস্থান (সংশোধন) আইনটি গেল মার্চে পার্লামেন্ট পাস হয়েছে। এই আইনের মাধ্যমে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে। এ ছাড়া গর্ভবতী শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে এবং পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও যুক্ত করা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর