বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩৮ জেলে নিখোঁজ

আপডেট: August 20, 2022 |
print news

অস্বাভাবিক ঢেউয়ের কবলে পড়ে শুক্রবার (১৯ আগস্ট) সারা দিনে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে।

বিষয়টি নিশ্চিত করে আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা এবং মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা মিয়া জানান, ডুবে যাওয়া ট্রলারগুলো হলো-এফবি মা মনি-৩, এফবি সাইফুল, এফবি আল-মামুন, এফবি কুলসুম, এফবি রফিক মিঝি। এর মধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারের জেলেদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়। এছাড়া নিখোঁজ ট্রলারগুলো হলো-এফবি জাবের, এফবি আবদুল্লাহ, এফবি মা-মনি-২, এফবি মা-কুলসুম-২, এফবি আবদুল্লাহ, এফবি নুরভানু, এফবি মায়ের দোয়া, এফবি আশরাফুল, এফবি ইয়াসমিন, এফবি মায়ের দোয়া। নিখোঁজ অন্য ট্রলারগুলোর নাম এখনও জানা যায়নি।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আজ সকাল থেকে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার পাশাপাশি বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠে। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউয়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৭০ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর